দেশের প্রধান চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অপ্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামী ছাত্রশিবির। এ যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে উপাচার্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে তিন বামপন্থী সংগঠন।
ছাত্রদলের ৫৯৩ নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুধু তাই নয়, শিবিরের হল কমিটি থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া যারা গুপ্ত রাজনীতি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলেও দাবি জানান তারা।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।